কত জন মানুষ মরবে করোনা ভাইরাস এ বাংলাদেশে? এবং কি কি ক্ষতি হতে পারে?

ইতালিতে করোনা সনাক্ত হওয়ার পর ৪৫ তম দিনে মহামারী রুপ ধারণ করে। স্পেনে ৫০ তম দিনে আর যুক্তরাষ্ট্রে ৫৫ তম দিনে।


বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়ার ২৩ তম দিন শেষ হলো আজ। যুক্তরাষ্ট্রে ২৩ তম দিনে রোগী ছিলো মাত্র ১১ জনের মত। সুতরাং "ভাইরাস থাকলে তো এতদিনে লক্ষণ প্রকাশ পেত" এমন মতাদর্শে বলীয়ান মহামানবেরা সাবধান। আমাদের ৫১ জন সনাক্ত হয়েছে। তাও টেস্টের ব্যাপক ঘাটতি।


বাংলাদেশের চিকিৎসক রা ও রিতিমত আতংঙ্কে আছে বলে মনে করা হচ্ছে এমন কি জ্বর সর্দি কাশি হলে ও চিকিৎসা করতে নারাজ হচ্ছে বাংলাদেশের চিকিৎসকরা। এ বিষয় নিয়ে মানময়ী প্রধানমন্ত্রী বলেন যাদের ভিতর এ করোনার উপসর্গ দেখা যাবে তারা যেন দ্রুত সরকারি ক্লিনিক গুলুই যোগাযোগ করে এবং তাদের সম্পুর্ন ভাবে উন্নত মানের চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন।



তাই আমি ব্যাক্তিগত ভাবে বলছি এখনও সময় আছে আর একটু সতর্ক হওয়ার। নাহলে চরম মূল্য দিতে হতে পারে। সাবধান হোন দয়া করে। আমরা অলরেডি থার্ড স্টেজে আছি।  জানিনা কার কপালে কি লিখে রেখেছে আমাদের পরম করুনাময় আল্লাহ তালা।



নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ অসীম দয়াশীল অবশ্যই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবেন  আমিন।

Post a Comment

0 Comments